আয়াত
৪১ ) বাঁ দিকের লোক। বাঁ দিকের লোকদের দুর্ভাগ্যের কথা আর কি বলা যাবে।
وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ ٤١ ▶ ⏸︎
৪২ ) তারা লু হাওয়ার হলকা, ফুটন্ত পানি
فِى سَمُومٍ وَحَمِيمٍ ٤٢ ▶ ⏸︎
৪৩ ) এবং কালো ধোঁয়ার ছায়ার নীচে থাকবে।
وَظِلٍّ مِّن يَحْمُومٍ ٤٣ ▶ ⏸︎
৪৪ ) তা না হবে ঠাণ্ডা, না হবে আরামদায়ক।
لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ ٤٤ ▶ ⏸︎
৪৫ ) এরা সেসব লোক যারা এ পরিণতিলাভের পূর্বে সুখী ছিল
إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ ٤٥ ▶ ⏸︎
৪৬ ) এবং বারবার বড় বড় গোনাহ করতো। ২০
وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ ٤٦ ▶ ⏸︎
৪৭ ) বলতোঃ আমরা যখন মরে মাটিতে মিশে যাবো এবং নিরেট হাড্ডি অবশিষ্ট থাকবো তখন কি আমাদেরকে জীবিত করে তোলা হবে?
وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ ٤٧ ▶ ⏸︎
৪৮ ) আমাদের বাপ দাদাদেরকেও কি উঠানো হবে যারা ইতিপূর্বে অতিবাহিত হয়েছে?
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ ٤٨ ▶ ⏸︎
৪৯ ) হে নবী, এদের বলে দাও,
قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْءَاخِرِينَ ٤٩ ▶ ⏸︎
৫০ ) নিশ্চিতভাবেই পূর্ববর্তী ও পরবর্তী সময়ের সব মানুষকে একদিন অবশ্যই একত্রিত করা হবে। সেজন্য সময় নির্দিষ্ট করে রাখা হয়েছে।
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوْمٍ مَّعْلُومٍ ٥٠ ▶ ⏸︎
২০.
অর্থাৎ তাদের ওপর সুখ-স্বাচ্ছন্দের উল্টা প্রভাব পড়েছিলো। আল্লাহ তা’আলার প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে তারা তাঁর নিয়ামতের অস্বীকারকারী হয়ে গিয়েছিলো। নিজেদের প্রবৃত্তির পরিতৃপ্তি সাধনে নিমগ্ন হয়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছিলো এবং একের পর এক বড় বড় গোনাহর কাজে লিপ্ত হয়েছিলো। বড় গোনাহ শব্দটি ব্যাপক অর্থ ব্যঞ্জক। এর দ্বারা যেমন কুফর, শিরক ও নাস্তিকতা বড় গোনাহ বুঝানো হয়েছে তেমনি নৈতিকতা ও আমলের ক্ষেত্রে বড় গোনাহও বুঝানো হয়েছে।