আল বুরূজ

২২ আয়াত

بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
১১ ) যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা। এটিই বড় সাফল্য।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ ١١ ⏸︎
১২ ) আসলে তোমার রবের পাকড়াও বড় শক্ত।
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ١٢ ⏸︎
১৩ ) তিনিই প্রথমবার সৃষ্টি করেন আবার তিনিই দ্বিতীয় বার সৃষ্টি করবেন।
إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ١٣ ⏸︎
১৪ ) তিনি ক্ষমাশীল, প্রেমময়,
وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ ١٤ ⏸︎
১৫ ) আরশের মালিক, শ্রেষ্ঠ-সম্মানিত
ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ ١٥ ⏸︎
১৬ ) এবং তিনি যা চান তাই করেন।
فَعَّالٌ لِّمَا يُرِيدُ ١٦ ⏸︎
১৭ ) তোমার কাছে কি পৌঁছেছে সেনাদলের খবর?
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ ١٧ ⏸︎
১৮ ) ফেরাউন ও সামূদের সেনাদলের?
فِرْعَوْنَ وَثَمُودَ ١٨ ⏸︎
১৯ ) কিন্তু যারা কুফরী করেছে, তারা মিথ্যা আরোপ করার কাজে লেগে রয়েছে।
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍ ١٩ ⏸︎
২০ ) অথচ আল্লাহ‌ তাদেরকে ঘেরাও করে রেখেছেন।
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ ٢٠ ⏸︎
৭.
“তিনি ক্ষমাশীল” বলে এই মর্মে আশান্বিত করা হয়েছে যে, কোন ব্যক্তি গোনাহ করা থেকে বিরত হয়ে যদি তাওবা করে তাহলে সে আল্লাহর রহমত লাভ করতে পারে। “প্রেমময়” বলে একথা বলা হয়েছে যে, তিনি নিজের সৃষ্টির প্রতি কোন শত্রুতা পোষণ করেন না। অযথা তাদেরকে শাস্তি দেয়া তাঁর কাজ নয়। বরং নিজের সৃষ্টিকে তিনি ভালোবাসেন। তাকে তিনি কেবল তখনই শাস্তি দেন যখন সে বিদ্রোহাত্মক আচরণ করা থেকে বিরত হয় না। “আরশের মালিক” বলে মানুষের মধ্যে এ অনুভূতি জাগানো হয়েছে যে সমগ্র বিশ্ব-জাহানের রাজত্বের তিনিই একমাত্র অধিপতি। কাজেই তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে কেউ তাঁর হাত থেকে নিস্তার পেতে পারে না। “শ্রেষ্ঠ সম্মানিত” বলে এ ধরণের বিপুল মর্যাদাসম্পন্ন সত্তার প্রতি অশোভন আচরণ করার হীন মনোবৃত্তির বিরুদ্ধে মানুষকে সতর্ক করা হয়েছে। তাঁর শেষ গুণটি বর্ণনা করে বলা হয়েছে, “তিনি যা চান তাই করেন।” অর্থাৎ আল্লাহ‌ যে কাজটি করতে চান তাতে বাধা দেবার ক্ষমতা এ সমগ্র বিশ্ব-জাহানে কারোর নেই।
৮.
যারা নিজেদের দল ও জনশক্তির জোরে আল্লাহর এ যমীনে বিদ্রোহের ঝাণ্ডা বুলন্দ করছে এখানে তাদেরকে সম্বোধন করা হয়েছে। বলা হচ্ছে, তোমাদের কি জানা আছে, ইতিপূর্বে যারা নিজেদের দলীয় শক্তির জোরে এ ধরণের বিদ্রোহ করেছিল তাদের পরিণাম কি হয়েছিল?
অনুবাদ: