১
আল ফাতিহা
৭ আয়াত
২
আল বাকারাহ
২৮৬ আয়াত
৩
আলে ইমরান
২০০ আয়াত
৪
আন্ নিসা
১৭৬ আয়াত
৫
আল মায়েদাহ
১২০ আয়াত
৬
আল আন'আম
১৬৫ আয়াত
৭
আল আরাফ
২০৬ আয়াত
৮
আল আনফাল
৭৫ আয়াত
৯
আত তওবা
১২৯ আয়াত
১০
ইউনুস
১০৯ আয়াত
১১
হুদ
১২৩ আয়াত
১২
ইউসুফ
১১১ আয়াত
১৩
আর্ রাদ
৪৩ আয়াত
১৪
ইবরাহীম
৫২ আয়াত
১৫
আল হিজর
৯৯ আয়াত
১৬
আন্ নাহল
১২৮ আয়াত
১৭
বনী ইসরাঈল
১১১ আয়াত
১৮
আল কাহফ
১১০ আয়াত
১৯
মারয়াম
৯৮ আয়াত
২০
ত্বাহা
১৩৫ আয়াত
২১
আল আম্বিয়া
১১২ আয়াত
২২
আল হাজ্জ
৭৮ আয়াত
২৩
আল মুমিনূন
১১৮ আয়াত
২৪
আন্ নূর
৬৪ আয়াত
২৫
আল-ফুরকান
৭৭ আয়াত
২৬
আশ্-শু’আরা
২২৭ আয়াত
২৭
আন নামল
৯৩ আয়াত
২৮
আল কাসাস
৮৮ আয়াত
২৯
আল আনকাবূত
৬৯ আয়াত
৩০
আর রূম
৬০ আয়াত
৩১
লুকমান
৩৪ আয়াত
৩২
আস সাজদাহ
৩০ আয়াত
৩৩
আল আহযাব
৭৩ আয়াত
৩৪
আস সাবা
৫৪ আয়াত
৩৫
ফাতের
৪৫ আয়াত
৩৬
ইয়া-সীন
৮৩ আয়াত
৩৭
আস্ সা-ফফা-ত
১৮২ আয়াত
৩৮
সা-দ
৮৮ আয়াত
৩৯
আয যুমার
৭৫ আয়াত
৪০
আল মুমিন
৮৫ আয়াত
৪১
হা-মীম আস সাজদাহ
৫৪ আয়াত
৪২
আশ শূরা
৫৩ আয়াত
৪৩
আয্ যুখরুফ
৮৯ আয়াত
৪৪
আদ দুখান
৫৯ আয়াত
৪৫
আল জাসিয়াহ
৩৭ আয়াত
৪৬
আল আহক্বাফ
৩৫ আয়াত
৪৭
মুহাম্মদ
৩৮ আয়াত
৪৮
আল ফাতহ
২৯ আয়াত
৪৯
আল হুজুরাত
১৮ আয়াত
৫০
ক্বাফ
৪৫ আয়াত
৫১
আয যারিয়াত
৬০ আয়াত
৫২
আত তূর
৪৯ আয়াত
৫৩
আন নাজম
৬২ আয়াত
৫৪
আল ক্বামার
৫৫ আয়াত
৫৫
আর রহমান
৭৮ আয়াত
৫৬
আল ওয়াকি’আ
৯৬ আয়াত
৫৭
আল হাদীদ
২৯ আয়াত
৫৮
আল মুজাদালাহ
২২ আয়াত
৫৯
আল হাশর
২৪ আয়াত
৬০
আল মুমতাহিনা
১৩ আয়াত
৬১
আস সফ
১৪ আয়াত
৬২
আল জুমআ
১১ আয়াত
৬৩
আল মুনাফিকুন
১১ আয়াত
৬৪
আত তাগাবুন
১৮ আয়াত
৬৫
আত তালাক
১২ আয়াত
৬৬
আত তাহরীম
১২ আয়াত
৬৭
আল মুলক
৩০ আয়াত
৬৮
আল কলম
৫২ আয়াত
৬৯
আল হাককাহ
৫২ আয়াত
৭০
আল মাআরিজ
৪৪ আয়াত
৭১
নূহ
২৮ আয়াত
৭২
আল জিন
২৮ আয়াত
৭৩
আল মুযযাম্মিল
২০ আয়াত
৭৪
আল মুদ্দাস্সির
৫৬ আয়াত
৭৫
আল কিয়ামাহ
৪০ আয়াত
৭৬
আদ্ দাহর
৩১ আয়াত
৭৭
আল মুরসালাত
৫০ আয়াত
৭৮
আন নাবা
৪০ আয়াত
৭৯
আন নাযি’আত
৪৬ আয়াত
৮০
আবাসা
৪২ আয়াত
৮১
আত তাকবীর
২৯ আয়াত
৮২
আল ইনফিতার
১৯ আয়াত
৮৩
আল মুতাফফিফীন
৩৬ আয়াত
৮৪
আল ইনশিকাক
২৫ আয়াত
৮৫
আল বুরূজ
২২ আয়াত
৮৬
আত তারিক
১৭ আয়াত
৮৭
আল আ’লা
১৯ আয়াত
৮৮
আল গাশিয়াহ
২৬ আয়াত
৮৯
আল ফজর
৩০ আয়াত
৯০
আল বালাদ
২০ আয়াত
৯১
আশ শামস
১৫ আয়াত
৯২
আল লাইল
২১ আয়াত
৯৩
আদ দুহা
১১ আয়াত
৯৪
আলাম নাশরাহ
৮ আয়াত
৯৫
আত তীন
৮ আয়াত
৯৬
আল আলাক
১৯ আয়াত
৯৭
আল কাদ্র
৫ আয়াত
৯৮
আল বাইয়েনাহ
৮ আয়াত
৯৯
আল যিলযাল
৮ আয়াত
১০০
আল আদিয়াত
১১ আয়াত
১০১
আল কারি’আহ
১১ আয়াত
১০২
আত তাকাসুর
৮ আয়াত
১০৩
আল আসর
৩ আয়াত
১০৪
আল হুমাযা
৯ আয়াত
১০৫
আল ফীল
৫ আয়াত
১০৬
কুরাইশ
৪ আয়াত
১০৭
আল মাউন
৭ আয়াত
১০৮
আল কাউসার
৩ আয়াত
১০৯
আল কাফিরূন
৬ আয়াত
১১০
আন নসর
৩ আয়াত
১১১
আল লাহাব
৫ আয়াত
১১২
আল ইখলাস
৪ আয়াত
১১৩
আল ফালাক
৫ আয়াত
১১৪
আন নাস
৬ আয়াত
وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًا ١
শপথ সে (বাতাসের) যা একের পর এক প্রেরিত হয়।
فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًا ٢
তারপর ঝড়ের গতিতে প্রবাহিত হয়
وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًا ٣
এবং (মেঘমালাকে) বহন করে নিয়ে ছড়িয়ে দেয়।
فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًا ٤
তারপর তাকে ফেঁড়ে বিচ্ছিন্ন করে।
فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا ٥
অতঃপর (মনে আল্লাহর) স্মরণ জাগিয়ে দেয়,
عُذْرًا أَوْ نُذْرًا ٦
ওজর হিসেবে অথবা ভীতি হিসেবে। ১
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ ٧
যে জিনিসের প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছে ২ তা অবশ্যই সংঘটিত হবে। ৩
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ ٨
অতঃপর তারকাসমূহ যখন নিষ্প্রভ হয়ে যাবে ৪
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ ٩
এবং আসমান ফেঁড়ে দেয়া হবে ৫
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ ١٠
আর পাহাড় ধুনিত করা হবে
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ ١١
এবং রসূলের হাজির হওয়ার সময় এসে পড়বে। ৬
لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ ١٢
(সেদিন ঐ ঘটনাটি সংঘটিত হবে) । কোন দিনের জন্য একাজ বিলম্বিত করা হয়েছে?
لِيَوْمِ ٱلْفَصْلِ ١٣
ফায়সালার দিনের জন্য।
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ ١٤
তুমি কি জান সে ফায়সালার দিনটি কি?
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ١٥
সেদিন ধ্বংস অপেক্ষা করছে মিথ্যা আরোপকারীদের জন্য। ৭
أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ ١٦
আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি? ৮
ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْءَاخِرِينَ ١٧
আবার পরবর্তী লোকদের তাদের অনুগামী করে দেব। ৯
كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ ١٨
অপরাধীদের সাথে আমরা এরূপই করে থাকি।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ١٩
সেদিন ধ্বংস অপেক্ষা করছে মিথ্যা আরোপকারীদের জন্য। ১০
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ ٢٠
আমি কি তোমাদেরকে এক নগণ্য পানি থেকে সৃষ্টি করিনি
فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ ٢١
এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য ১১
إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ ٢٢
একটি নির্দিষ্ট জায়গায় তা স্থাপন করেছিলাম না? ১২
فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ ٢٣
তাহলে দেখো, আমি তা করতে পেরেছি। অতএব আমি অত্যন্ত নিপুণ ক্ষমতাধর। ১৩
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٢٤
সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। ১৪
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا ٢٥
আমি কি যমীনকে ধারণ ক্ষমতার অধিকারী বানাইনি,
أَحْيَآءً وَأَمْوَٰتًا ٢٦
জীবিত ও মৃত উভয়ের জন্য?
وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍ وَأَسْقَيْنَٰكُم مَّآءً فُرَاتًا ٢٧
আর আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা আর পান করিয়েছি তোমাদেরকে সুপেয় পানি। ১৫
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٢٨
সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। ১৬
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ٢٩
চলো ১৭ এখন সে জিনিসের কাছে যাকে তোমরা মিথ্যা বলে মনে করতে।
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَٰثِ شُعَبٍ ٣٠
চলো সে ছায়ার কাছে যার আছে তিনটি শাখা। ১৮
لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ ٣١
যে ছায়া ঠাণ্ডা নয় আবার আগুনের শিখা থেকে রক্ষাও করে না।
إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ ٣٢
সে আগুন প্রাসাদের মত বড় বড় ষ্ফূলিঙ্গ নিক্ষেপ করবে।
كَأَنَّهُۥ جِمَٰلَتٌ صُفْرٌ ٣٣
(উৎক্ষেপণের সময় যা দেখে মনে হবে) তবে যেন হলুদ বর্ণের উট। ১৯
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٣٤
সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য।
هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ ٣٥
এটি সেদিন যেদিন তারা না কিছু বলবে
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ ٣٦
এবং না তাদেরকে ওজর পেশ করার সুযোগ দেয়া হবে। ২০
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٣٧
সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য।
هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ ٣٨
এটা চূড়ান্ত ফায়সালার দিন। আমি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী লোকদের একত্রিত করেছি।
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ ٣٩
তোমাদের যদি কোন অপকৌশল থেকে থাকে তাহলে আমার বিরুদ্ধে প্রয়োগ করে দেখো ২১
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٠
সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য।
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍ وَعُيُونٍ ٤١
মুত্তাকীরা ২২ আজ সুশীলত ছায়া ও ঝর্ণাধারার মধ্যে অবস্থান করছে।
وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ ٤٢
আর যে ফল তারা কামনা করে (তা তাদের জন্য প্রস্তুত) ।
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ٤٣
যে কাজ তোমরা করে এসেছো তার পুরস্কার স্বরূপ আজ তোমরা মজা করে খাও এবং পান করো।
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ ٤٤
আমি নেককার লোকদের এরূপ পুরস্কারই দিয়ে থাকি।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٥
সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। ২৩
كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ ٤٦
খেয়ে নাও ২৪ এবং ফূর্তি কর। কিছুদিনের জন্য ২৫ আসলে তো তোমরা অপরাধী।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٧
সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ ٤٨
যখন তাদের বলা হয়, আল্লাহর সামনে অবনত হও, তখন তারা অবনত হয় না। ২৬
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٩
সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য।
فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ ٥٠
এখন এ কুরআন ছাড়া আর কোন বাণী এমন হতে পারে যার ওপর এরা ঈমান আনবে? ২৭