وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
যখন প্রাণসমূহকে ৭ (দেহের সাথে) জুড়ে দেয়া হবে। ৮
৭
এখান থেকে কিয়ামতের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয়েছে।
৮
অর্থাৎ মৃত্যুর পূর্বে মানুষ দুনিয়ায় যেমন দেহ ও আত্মার সাথে অবস্থান করছিল আবার ঠিক সেই অবস্থায়ই তাকে নতুন করে জীবিত করা হবে।