১
আল ফাতিহা
৭ আয়াত
২
আল বাকারাহ
২৮৬ আয়াত
৩
আলে ইমরান
২০০ আয়াত
৪
আন্ নিসা
১৭৬ আয়াত
৫
আল মায়েদাহ
১২০ আয়াত
৬
আল আন'আম
১৬৫ আয়াত
৭
আল আরাফ
২০৬ আয়াত
৮
আল আনফাল
৭৫ আয়াত
৯
আত তওবা
১২৯ আয়াত
১০
ইউনুস
১০৯ আয়াত
১১
হুদ
১২৩ আয়াত
১২
ইউসুফ
১১১ আয়াত
১৩
আর্ রাদ
৪৩ আয়াত
১৪
ইবরাহীম
৫২ আয়াত
১৫
আল হিজর
৯৯ আয়াত
১৬
আন্ নাহল
১২৮ আয়াত
১৭
বনী ইসরাঈল
১১১ আয়াত
১৮
আল কাহফ
১১০ আয়াত
১৯
মারয়াম
৯৮ আয়াত
২০
ত্বাহা
১৩৫ আয়াত
২১
আল আম্বিয়া
১১২ আয়াত
২২
আল হাজ্জ
৭৮ আয়াত
২৩
আল মুমিনূন
১১৮ আয়াত
২৪
আন্ নূর
৬৪ আয়াত
২৫
আল-ফুরকান
৭৭ আয়াত
২৬
আশ্-শু’আরা
২২৭ আয়াত
২৭
আন নামল
৯৩ আয়াত
২৮
আল কাসাস
৮৮ আয়াত
২৯
আল আনকাবূত
৬৯ আয়াত
৩০
আর রূম
৬০ আয়াত
৩১
লুকমান
৩৪ আয়াত
৩২
আস সাজদাহ
৩০ আয়াত
৩৩
আল আহযাব
৭৩ আয়াত
৩৪
আস সাবা
৫৪ আয়াত
৩৫
ফাতের
৪৫ আয়াত
৩৬
ইয়া-সীন
৮৩ আয়াত
৩৭
আস্ সা-ফফা-ত
১৮২ আয়াত
৩৮
সা-দ
৮৮ আয়াত
৩৯
আয যুমার
৭৫ আয়াত
৪০
আল মুমিন
৮৫ আয়াত
৪১
হা-মীম আস সাজদাহ
৫৪ আয়াত
৪২
আশ শূরা
৫৩ আয়াত
৪৩
আয্ যুখরুফ
৮৯ আয়াত
৪৪
আদ দুখান
৫৯ আয়াত
৪৫
আল জাসিয়াহ
৩৭ আয়াত
৪৬
আল আহক্বাফ
৩৫ আয়াত
৪৭
মুহাম্মদ
৩৮ আয়াত
৪৮
আল ফাতহ
২৯ আয়াত
৪৯
আল হুজুরাত
১৮ আয়াত
৫০
ক্বাফ
৪৫ আয়াত
৫১
আয যারিয়াত
৬০ আয়াত
৫২
আত তূর
৪৯ আয়াত
৫৩
আন নাজম
৬২ আয়াত
৫৪
আল ক্বামার
৫৫ আয়াত
৫৫
আর রহমান
৭৮ আয়াত
৫৬
আল ওয়াকি’আ
৯৬ আয়াত
৫৭
আল হাদীদ
২৯ আয়াত
৫৮
আল মুজাদালাহ
২২ আয়াত
৫৯
আল হাশর
২৪ আয়াত
৬০
আল মুমতাহিনা
১৩ আয়াত
৬১
আস সফ
১৪ আয়াত
৬২
আল জুমআ
১১ আয়াত
৬৩
আল মুনাফিকুন
১১ আয়াত
৬৪
আত তাগাবুন
১৮ আয়াত
৬৫
আত তালাক
১২ আয়াত
৬৬
আত তাহরীম
১২ আয়াত
৬৭
আল মুলক
৩০ আয়াত
৬৮
আল কলম
৫২ আয়াত
৬৯
আল হাককাহ
৫২ আয়াত
৭০
আল মাআরিজ
৪৪ আয়াত
৭১
নূহ
২৮ আয়াত
৭২
আল জিন
২৮ আয়াত
৭৩
আল মুযযাম্মিল
২০ আয়াত
৭৪
আল মুদ্দাস্সির
৫৬ আয়াত
৭৫
আল কিয়ামাহ
৪০ আয়াত
৭৬
আদ্ দাহর
৩১ আয়াত
৭৭
আল মুরসালাত
৫০ আয়াত
৭৮
আন নাবা
৪০ আয়াত
৭৯
আন নাযি’আত
৪৬ আয়াত
৮০
আবাসা
৪২ আয়াত
৮১
আত তাকবীর
২৯ আয়াত
৮২
আল ইনফিতার
১৯ আয়াত
৮৩
আল মুতাফফিফীন
৩৬ আয়াত
৮৪
আল ইনশিকাক
২৫ আয়াত
৮৫
আল বুরূজ
২২ আয়াত
৮৬
আত তারিক
১৭ আয়াত
৮৭
আল আ’লা
১৯ আয়াত
৮৮
আল গাশিয়াহ
২৬ আয়াত
৮৯
আল ফজর
৩০ আয়াত
৯০
আল বালাদ
২০ আয়াত
৯১
আশ শামস
১৫ আয়াত
৯২
আল লাইল
২১ আয়াত
৯৩
আদ দুহা
১১ আয়াত
৯৪
আলাম নাশরাহ
৮ আয়াত
৯৫
আত তীন
৮ আয়াত
৯৬
আল আলাক
১৯ আয়াত
৯৭
আল কাদ্র
৫ আয়াত
৯৮
আল বাইয়েনাহ
৮ আয়াত
৯৯
আল যিলযাল
৮ আয়াত
১০০
আল আদিয়াত
১১ আয়াত
১০১
আল কারি’আহ
১১ আয়াত
১০২
আত তাকাসুর
৮ আয়াত
১০৩
আল আসর
৩ আয়াত
১০৪
আল হুমাযা
৯ আয়াত
১০৫
আল ফীল
৫ আয়াত
১০৬
কুরাইশ
৪ আয়াত
১০৭
আল মাউন
৭ আয়াত
১০৮
আল কাউসার
৩ আয়াত
১০৯
আল কাফিরূন
৬ আয়াত
১১০
আন নসর
৩ আয়াত
১১১
আল লাহাব
৫ আয়াত
১১২
আল ইখলাস
৪ আয়াত
১১৩
আল ফালাক
৫ আয়াত
১১৪
আন নাস
৬ আয়াত
عَبَسَ وَتَوَلَّىٰٓ ١
ভ্রুকুঁচকাল ও মুখ ফিরিয়ে নিল,
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ ٢
কারণ সেই অন্ধটি তাঁর কাছে এসেছে। ১
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ٣
তুমি কি জানো, হয়তো সে শুধরে যেতো
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ ٤
অথবা উপদেশের প্রতি মনোযোগী হতো এবং উপদেশ দেয়া তার জন্য উপকারী হতো?
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ ٥
যে ব্যক্তি বেপরোয়া ভাব দেখায়
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ٦
তুমি তার প্রতি মনোযোগী হও,
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ ٧
অথচ সে যদি শুধরে না যায় তাহলে তোমার উপর এর কি দায়িত্ব আছে?
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ ٨
আর যে নিজে তোমার কাছে দৌঁড়ে আসে
وَهُوَ يَخْشَىٰ ٩
এবং সে ভীত হচ্ছে,
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ ١٠
তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছো। ২
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ ١١
কখখনো নয়, ৩ এটি তো একটি উপদেশ, ৪
فَمَن شَآءَ ذَكَرَهُۥ ١٢
যার ইচ্ছা এটি গ্রহণ করবে।
فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ ١٣
এটি এমন সব বইতে লিখিত আছে, যা সম্মানিত,
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ ١٤
উন্নত মর্যাদা সম্পন্ন ও পবিত্র ৫
بِأَيْدِى سَفَرَةٍ ١٥
এটি মর্যাদাবান
كِرَامٍۭ بَرَرَةٍ ١٦
ও পূত চরিত্র লেখকদের ৬ হাতে থাকে। ৭
قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ ١٧
লানত ৮ মানুষের প্রতি, ৯ সে কত বড় সত্য অস্বীকারকারী! ১০
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ ١٨
কোন্ জিনিস থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন?
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ١٩
এক বিন্দু শুত্রু থেকে ১১ আল্লাহ তাকে সৃষ্টি করেছেন,
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ٢٠
পরে তার তকদীর নির্দিষ্ট করেছেন, ১২ তারপর তার জন্য জীবনের পথ সহজ করেছেন ১৩
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ ٢١
তারপর তাকে মৃত্যু দিয়েছেন এবং কবরে পৌঁছিয়ে দিয়েছেন। ১৪
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ٢٢
তারপর যখন তিনি চাইবেন তাকে আবার উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন। ১৫
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ ٢٣
কখখনো নয়, আল্লাহ তাকে যে কর্তব্য পালন করার হুকুম দিয়েছিলেন তা সে পালন করেনি। ১৬
فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ٢٤
মানুষ তার খাদ্যের দিকে একবার নজর দিক। ১৭
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا ٢٥
আমি প্রচুর পানি ঢেলেছি। ১৮
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا ٢٦
তারপর যমীনকে অদ্ভূতভাবে বিদীর্ণ করেছি। ১৯
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا ٢٧
এরপর তার মধ্যে উৎপন্ন করেছি
وَعِنَبًا وَقَضْبًا ٢٨
শস্য, আঙুর,
وَزَيْتُونًا وَنَخْلًا ٢٩
শাক-সব্জি, যয়তুন,
وَحَدَآئِقَ غُلْبًا ٣٠
খেজুর, ঘন বাগান,
وَفَٰكِهَةً وَأَبًّا ٣١
নানা জাতের ফল ও ঘাস
مَّتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ ٣٢
তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুর জীবন ধারণের সামগ্রী হিসেবে। ২০
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ٣٣
অবশেষে যখন সেই কান ফাটানো আওয়াজ আসবে ২১
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ ٣٤
সেদিন মানুষ পালাতে থাকবে ---
وَأُمِّهِۦ وَأَبِيهِ ٣٥
নিজের ভাই, বোন,
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ ٣٦
মা, বাপ, স্ত্রী ও ছেলে-মেয়েদের থেকে। ২২
لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ ٣٧
তাদের প্রত্যেকে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে, নিজের ছাড়া আর কারোর কথা তার মনে থাকবে না। ২৩
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ ٣٨
সেদিন কতক চেহারা উজ্জ্বল হয়ে উঠবে,
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ٣٩
হাসিমুখ ও খুশীতে ডগবগ করবে।
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ ٤٠
আবার কতক চেহারা হবে সেদিন ধূলিমলিন,
تَرْهَقُهَا قَتَرَةٌ ٤١
কালিমাখা।
أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ ٤٢
তারাই হবে কাফের ও পাপী।